Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিচিতি

ইউনিয়ন পরিচিতিঃ-

                                খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদটি ১৯৬১ সালে অবস্থিত। যার উত্তরে ধামালিয়া ইউনিয়ন ও দক্ষিনে খর্নিয়া ইউনিয়ন এবং পূর্বে রঘুনাথপুর ইউনিয়ন ও পশ্চিমে যশোর জেলা।  অতীত কালের অসংখ্য বাস্তব স্মৃতিগুলি একদিন ধীরে ধীরে ইতিহাস হয়ে যায়। স্মরণ কালের কিংবদন্তি হয়ে দাঁড়ায়। অত্র এলাকা সুন্দর বনের আ্ওয়তাভুক্ত ছিল। এখানে  এককালে রুদ্র বংশ, রুদ্র রাজ্য গড়ে প্রজা পত্তন করে, সেবা পরায়ন রাজ্য গড়ে তোলেন। প্রাকৃতিক কারনে এলাকা ধ্বংশ প্রাপ্ত হয়। সেই রুদ্র রাজ্যের নাম অনুসারে এলাকার নাম ছিল “রুদ্র গড়”

                             পরবর্তীতে বৃটিশরা এদেশে জমিদারী প্রথা চালু করে। তখন রুদ্র বংশভুতদের বেছে নিয়ে হালদার উপাধী দিয়ে জমিদারীভার অর্পন করে। তখন ইংরেজদের কন্ঠে উচ্চারন বিকৃত হয়ে রুদাঘরা নাম লিখিত ও প্রচলিত হয়। এই বংশে অনেক প্রশাসনিক কর্মকর্তা, জজ, এ্যাডভোকেট সমগ্র ভারতে ছাড়িয়ে যায়। বৃটিশদের কন্ঠে বিকৃত উচ্চারনের “রুদ্রগড়” রুদাঘরা গ্রামে প্রচলিত হয়। উক্ত জমিদার পরিবারের সুনামে ও প্রভাবে রুদাঘরা ইউনিয়ন নামকরণ করা হয়েছে।

 

৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের ‍সিমানাঃ-

              রুদাঘরা ইউনিয়ন এর উত্তরে ধামালিয়া ইউনিয়ন ও দক্ষিনে খর্নিয়া ইউনিয়ন এবং পূর্বে রঘুনাথপুর ইউনিয়ন ও পশ্চিমে যশোর জেলা।

 

ইউনিয়নের বিস্তারিত তথ্যঃ-

ইউনিয়নের নাম ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদ
আয়তন ২৮.৭২ বর্গ কিলোমিটার
মোট লোক সংখ্যা ২৮,৩৬৪ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
মোট ভোটার সংখ্যা ১৮,১১২ জন (পুরুষ- ৯১২০ জন ও মহিলা- ৮৯৯২ জন)
গ্রামের সংখ্যা ০৭টি
মৌজার সংখ্যা ০৭টি
হাট বাজার ৪টি (সরকারী ইজারাকৃত ৩টি ও অইজারাকৃত ৬টি
শিক্ষার হার ৮৮%
মাধ্যামিক বিদ্যালয় ০৫টি
দাখিল মাদ্রাসা ০৪টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪টি
মাহবিদ্যালয় ০১টি
কমিউনিটি ক্লিনিক ০৩টি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০১টি
ইউনিয়ন ভূমি অফিস ০১টি

রুদাঘরা ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া, খুলনা।