Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসি

 

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র

স্বাধীনতার ৩৯ বছর পরও যখন বাংলাদেশের সাধারণ জনগন স্বাধীন দেশের মৌলিক সুবিধাগুলো পাওয়ার জন্য বিভিন্ন অফিসে ধর্না দিয়ে বেড়াতো, সেখানে বর্তমান সরকার ২০০৯ সাথে ক্ষমতায় আসার পর digital বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেন। সরকারের ভিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম দেশের ৬৪টি জেলায় জেলার সকল তথ্য নিয়ে ৬৪টি ওয়েব পোর্টাল (জেলা ওয়েব পোর্টাল নামে পরিচিত) তৈরী করা হয়। ওয়েব পোর্টাল তৈরীর পর সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট অফিসে না গিয়ে নিজের বাড়ীর পাশের বাজারে কোন সাইবার ক্যাফেতে বসে সহজে তথ্য পেয়ে যায়। কিন্তু সকল মানুষ ওয়েব পোর্টাল সম্পর্কে ধারণা না থাকায় সুবিধা থেকে অনেক লোক বঞ্জিত হচ্ছে। তাদের সচেতন করার জন্য এবং ঘরে বসে তথ্য পাওয়ার জন্য জেলা পর্যায়ের পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রস্থাপন করা হয়েছে। ১১ নভেম্বর, ২০১০খ্রি. তারিখে বাংলাদেশেরে মাননীয় প্রধানমন্ত্রী সকল ইউনিয়নে একযোগে এই সকল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র (UISC) উদ্বোধন করেন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো উদ্বোধনের পর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এক নতুন দিগন্ত উন্মোচন হয়


ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোর (UISC) মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের অধিবাসীদের বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হয়ে থাকে। কিন্তু ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো যারা পরিচালনা করেন তাদের প্রাতিষ্ঠানিক কোন প্রশ্কিষণ না থাকায় এলাকার জনসাধারণ সঠিক ভাবে ডিজিটাল সেবাগুলো পাচ্ছে না। তাছাড়া সকল তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের নির্ধারিত কোন বেতন না থাকায় তারাও তাদের কর্মক্ষেত্রে মনোযোগী হননা। তাই জরুরী ভিত্তিতে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন। তবেই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোর সঠিকভাবে পরিচালিত হবে